t সীতাকুণ্ডে হত্যা পর লাশ গুম, ৫ বছর পর প্রধান আসামী গ্রেফতার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে হত্যা পর লাশ গুম, ৫ বছর পর প্রধান আসামী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ডে ৫ বছর আগে হত্যা করে লাশ গুম করা মামলার প্রধান আসামী এবং নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল বাহারকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ শনিবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক বাহার উপজেলার ফৌজদারহাটের মোঃ মুছা মিয়ার পুত্র।

র‌্যাব সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগষ্ট উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের অর্জুন চন্দ্র নাথ ভূষি কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে আসামী ইসমাইল বাহারসহ ৪জন দুস্কৃতিকারী তাকে সুলতানা মন্দিরস্থ ঝুমপাড়া নামক স্থান হতে ধরে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় এবং মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার লাশ গুম করার জন্য কুমিরাঘাট সুইচ গেইট শ্মশান খোলার পিছনে একটি খালের পানিতে লাশটিকে ভাসিয়ে দেয়।

পরবর্তীতে ওই বছরের ৩ সেপ্টেম্বর সীতাকুণ্ড থানা পুলিশ উক্ত লাশ উদ্ধার করে। খুন ও লাশ গুমের ঘটনায় নিহতের স্ত্রী মনি রাণী নাথ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি প্রথমে সীতাকুণ্ড থানা পুলিশ তদন্ত করে এবং পরবর্তীতে মামলাটি সিআইডি, চট্টগ্রাম কর্তৃক তদন্ত করা হয়। সিআইডি এর তদন্তে ইসমাইল বাহার অর্জুন চন্দ্রনাথ হত্যাকান্ডের মূল আসামী হিসেবে শনাক্ত হয়। সিআইডির তদন্ত শেষে ঘটনাটিতে ইসমাইলসহ তার সহযোগী অপর ৪ জন আসামীর বিরুদ্ধে ২০১৭ সনেই সি/এস দাখিল করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে আসামী ইসমাইল বাহার দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিয়োজিত হন। র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যপক গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার পলাতক ও অন্যতম প্রধান আসামী মোঃ ইসমাইল বাহার কুমিরা বাজারে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে অর্জুন চন্দ্রনাথকে হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো বলে স্বীকার করে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print