
আরাকান জ্বলে পৃথিবী তবুও জ্বলে না তো প্রতিবাদে, বিচারের বাণী নিভৃতে নয় চিৎকার করে কাঁদে’ এমনই কথায় সাজানো মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নজিরবিহীন গণহত্যার প্রতিবাদে রচিত একটি গান যৌথভাবে গাইলেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও আমিরুল মোমেনীন মানিক।
গানটির গীতিকার ও সুরকার মাহফুজ বিল্লাহী শাহী। সংগীতায়োজন করেছেন এস কে সমীর।
মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক চলা এই নিষ্ঠুর গণহত্যা, নির্যাতন থেকে নারী, শিশু, বৃদ্ধ, যুবক থেকে শুরু করে বাদ যাচ্ছে না কেউ। প্রতিনিয়ত তাজা রক্ত আর মানুষের পোড়া মাংসের গন্ধে যেন ভারী হয়ে উঠছে মিয়ানমারের আকাশ-বাতাস। আর তারই প্রতিবাদ স্বরূপ গান হচ্ছে ‘আরাকান জ্বলে’।
কণ্ঠশিল্পী এস আই টুটুল বলেন, রোহিঙ্গা বলে কি তাদের মানবতা থাকতে নেই? আমি বিশ্ব বিবেককে মুখ খুলে এর প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।
শিল্পী মানিক বলেন, গানটি মিয়ানমারের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র চেষ্টা মাত্র। গানটির মাধ্যমে পৃথিবীর বিবেকবান মানুষরা জাগ্রত হলেই আমাদের সার্থকতা। কিছুদিনের মধ্যে ভিডিওটি টেলিভিশন, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
গানটির গীতিকার মাহফুজ বিল্লাহ শাহী বলেন, ইতিহাসের সব মানব হত্যা ও নির্যাতনের মাধ্যমে যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সা রে গা মা একাডেমির এই গান তার বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ইতোমধ্যে গানটির একটি ভিডিও করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি বিদেশিরাও যাতে গানটি বুঝতে পারে, সেজন্য ভিডিওটিতে ইংরেজি সাব-টাইটেল দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই গানটি ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি টেলিভিশন ও রেডিওতেও সম্প্রচারিত হবে।
https://www.youtube.com/watch?v=qnZ0VmnNLoI