
টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় নদীর তীরে দাঁড়িয়ে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া নামক জায়গায় নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে প্রাণ হারানো তিনজনই ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল। তারা হলেন, উপজেলার হাতিয়া গ্রামের মো. রবিউলের ছেলে মো. আরিফ মিয়া (১৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই মো. মোস্তফা কামাল (২১) এবং একই ইউনিয়নের দশকিয়া পূর্বপাড়া গ্রামের মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. ফয়সাল উদ্দিন (১৬)। আহতরা হচ্ছেন মো. রাকিব মিয়া ও মো. জাহিদ হোসেন।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মালেক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন কিশোর ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল। এসময় বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই একজন মারা যান। টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।