ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শর্টফ্লিমে অভিনয়ের কথা বলে প্রতিবন্ধীকে রাতভর বলাৎকার, দুই এনজিও নেতা রিমান্ডে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শর্টফ্লিমে অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে এক প্রতিবন্ধীকে রাতভর আটকে রেখে বলাৎকার করার অভিযোগে দুজনকে সাতদিনের রিমান্ড দিয়েছে শুক্রবার আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- পরিবেশবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইছমাঈল হোসেন বাবু (২৭) ও কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য শরীফুল ইসলাম কনক (২৫)। বৃহস্পতিবার দুপুরে বাবুকে তার ভাড়া বাসা থেকে ও কনককে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহর থেকে আটক করা হয়।

জানা গেছে, লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের চরমার্টিন গ্রামের পরিবেশাবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইছমাঈল হোসেন বাবু ও একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের শরীফুল ইসলাম কনক শর্টফ্লিমে অভিনয়ের সুযোগ দেয়ার নাম করে আটকে রেখে এক প্রতিবন্ধীকে রাতভর বলাৎকার করে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর শহরের সোনালি কলোনির রাজিব ভিলা নামে বাবুর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনা বলাৎকারের শিকার যুবকের বাবা জানতে পেরে পুলিশে জানান। পরে পুলিশ বাবুর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এরপর প্রতিবন্ধী যুবকের বাবা বাদী হয়ে সদর থানায় বাবু ও কনকের বিরুদ্ধে বলাৎকার, মারধর ও হুমকি-ধামকির অভিযোগে মামলা করেন। মামলার অপর আসামি কনককে শুক্রবার দুপুরে শহরের অপর একটি বাসা থেকে আটক করে পুলিশ। পরে পুলিশ আটক দুই আসামিকে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বাবু ও তার অনুসারীরা ‘সবুজ বাংলাদেশ’ নামে কৃষিভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠা করে সারাদেশে বৃক্ষ রোপনসহ নানা কার্যক্রম চালিয়ে আসছিল। করোনাকালে স্বেচ্ছাসেবী টিম গঠন করে করোনায় আক্রান্তদের বিনামূল্যে ওষুধ, অ্যাম্ব্যুলেন্স ও অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি করোনায় মৃতদের দাফন করে জেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print