
কক্সবাজােরের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা সম্রাট নুরুল হক ভূট্টোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় আরো দুইজন আহত হয়েছেন।
রবিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত ভুট্রো মারা যান। এর আগে বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া থানার ডেইল এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে কেটে নিয়ে যান আত্মস্বীকৃত ইয়াবা ডন মো. একরাম গ্রুপের লোকজন।
নিহত নুরুল হক ভূট্টো টেকনাফে আলোচিত ‘ইয়াবা ডন’ হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে এ ভূট্টোই টেলিভিশন সাংবাদিকদের উপর সদলবলে হামলা চালিয়েছিল।
পুলিশ জানিয়েছে, হামলাকারী মো. একরাম আত্মস্বীকৃত এবং তার ভাই আব্দুর রহমান শীর্ষ মাদক ব্যবসায়ী। এছাড়া নিহত নুরুল হক ভূট্টো এলাকায় শীর্ষ সন্ত্রাসি ও মাদককারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় সাংবাদিক হামলা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গত ইউপি নির্বাচনের শত্রুতার জেরধরে এই ঘটনা ঘটে। তবে উভয়পক্ষের এলাকায় মাদক লেনদেনসহ শক্তি প্রয়োগের কারণে তাদের মধ্যে দ্বন্ধ দীর্ঘদিনের। তাদের মধ্যে একাধিক হামলার ঘটনাও ঘটেছে।
নিহত নুরুল হক ওরফে ভুট্টো (৩৫) টেকনাফের নাজির পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে। আহতরা হলেন তার ফুফাত ভাই আব্দুর শুক্কুর (৩৬) ও তার চাচা গুরা মিয়া (৬০)।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে টেকনাফের সাবরাং এলাকা থেকে বিচার শেষে নুরুল হক ভুট্রোসহ তার সহযোগিরা মোটর সাইকেলে বাড়িতে ফেরার পথে ওই এলাকায় পৌঁছলে আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী মো. একরাম ও তার লোকজন তাদের গাড়ি থামিয়ে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকে। পর্যায়ক্রমে কুপিয়ে দেহ থেকে পা বিচ্ছিন্ন করে। পরে বুকে ও মাথায় দুই হাতে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সহযোগিকে এলোপাতারি কুপিয়ে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইফফাত কামাল বলেন, ‘একজনের পা বিচ্ছিন্নসহ তিনজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কক্সবাজারে নেয়ার পথে একজন মারা গেছেন বলে পরিবারের কাছ থেকে শুনেছি।
এ বিষয়ে টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পা বিচ্ছিন্নসহ আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি খুবই ন্যাক্কারজনক।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উভয়পক্ষের সঙ্গে দ্বন্ধ দীর্ঘদিনের। এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কক্সবাজার হাসপাতাল নেয়ার পথে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
টেকনাফ সদর ইউপি সদস্য এনামুল হক বলেন, ইউপি নির্বাচনের শত্রুতার জের ধরে আমাকে না পেয়ে জেঠাতো ভাই নুরুল হক ভুট্টোকে কুপিয়ে হত্যা করেছে। এসময় তার ডান পা বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসী একরাম গ্যাং। তাদের বিররদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।