
জেলার লোহাগাড়ার পদুয়ায় ছকিনা বেগম (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকের ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাঙ্গরকুল মালিচাঁন পাড়ার বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ছকিনা বেগম ওই এলাকার দানু মিয়ার কন্যা ও এক সন্তানের জননী।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে এ নারী আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাপের বাড়িতে অবস্থান করে আসছেন। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত আর্থিক অনটন ও নানা রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে আর্থিক সমস্যার কারণে ওষুধ সেবন করতে না পেরে রোগের যন্ত্রণায় অসহ্য হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের ভাগিনা এরশাদ হোসেন জানান, সকালে বসতঘরের বারান্দায় তার খালার ঝুঁলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।