
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকার এগ্রো ফিড নামে একটি পোল্ট্রি খাদ্যের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও গুদামে রাখা বিপুল পরিমাণ মুরগীর খাবার পুড়ে গেছে।
আজ রবিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে সিটি গেট সংলগ্ন জাবেদ স্টিল মিলের পাশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সিটি গেট এলাকায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুই স্টেশনের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মজুদকরা মুরগীর খাদ্য গুদামে এ আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।