
ডাকাত সন্দেহে চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় র্যাবের দুই সদস্যসহ ৩ জনকে গণপিপটুনী দিয়ে আহত করার ঘটনায়র সাথে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে র্যাবের লুণ্ঠিত অস্ত্র।
আজ শুক্রবার দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মাদক উদ্ধারে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হন। তাদের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমরা এ পর্যন্ত ১৩ জনকে আটক করেছি।
আটককৃতরা হলেন- সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮),মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম প্রকাশ আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), মোঃ সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), মোঃ আবু সাঈদ (২৮), মোঃ নাসির উদ্দিন (৩৮), মোঃ মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮),মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), মোঃ সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), মোঃ আবু সাঈদ (২৮), মোঃ নাসির উদ্দিন (৩৮), মোঃ মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)।

আটককৃতরা সবাই মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা মাদক ব্যবসায় জড়িত বলে জানায় র্যাব।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবারে গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে আমাদের টিম জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় অবস্থান নেয়। মাদক ব্যবসায়ীরা সেটি টের পেয়ে আরো কয়েকটি গ্রুপ একত্রিত হয়ে বারইয়ারহাট ফুটওভার ব্রিজের নিচে দুটি কাভার্ডভ্যান দিয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির গুজব ছড়িয়ে আমাদের টিমের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হন।
এই ঘটনার পর আমরা আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তারে ফেনী ও মীরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মাদকসহ ১৩জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাইদুর রহমান সাইদ আমাদের আহত সদস্য থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সেটি সাইদের তথ্যমতে এসএম শাফায়েত হোসেনের কাছ থেকে উদ্ধার করেছি। ঘটনায় সম্পৃক্তদের আটকে আমাদের টিম কাজ করছে।
এদের আটক করার সময় ফরহাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাব। তারা ফেনী জেলার সামান্তবর্তী ছাগলনাইয়া, মিরসরাই এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যবসা করে বলে দাবি র্যাবের।
আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।