
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শ’ গ্রাম হিরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া (২৭) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।
মাদক নির্মূলে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সোমবার (৩০ মে) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ঠান্ডা মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ঠান্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ঠান্ডা মিয়া একজন পেশাদার মাদক বিক্রেতা। পুলিশ তাকে হিরোইনসহ হাতেনাতে আটক করে। আজ সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
তিনি আরো বলেন, দেশ থেকে মাদক নির্মূলে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।