ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ফটোসাংবাদিক পাভেল রহমনেকে সংবর্ধনা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফটোসাংবাদিকতায় ভূমিকা রাখায় এবং বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এপি’র ফটোসাংবাদিক পাভেল রহমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব হলে এক মুক্ত আলোচনা সভায় বিপিজেএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সম্মাননা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মনজুর কাদের মঞ্জু, যুগ্ম-সম্পাদক মিয়া আলতাফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা আলী, অর্থ সম্পাদক হেলাল সিকদার, প্রচার সম্পাদক সাইদুল আজাদ প্রমুখ।

অতিথির বক্তব্যে পাভেল রহমান বলেন, ফটোসাংবাদিকরা শুধু ছবি তুললেই হবে না তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালনকালে মানুষের পাশে দাড়াতে হবে। বিভিন্ন পরিবেশে নিজেদের পোষাক-পরিচ্ছ্দে এবং পরিবেশের সাথে মিলে চলতে হবে। কারন হরতালের সময় যে ধরনের পোষাক পরবেন সেই পোষাক আপনি কোন ভিআইপির অনুষ্ঠানে পরলে তা কোনক্রমেই মানানসই হবে না।

তিনি আরো বলেন, চট্টগ্রামের কাছে আমি আজীবন ঋণী, এ চট্টগ্রাম থেকে অনেক চোখ ধাঁধানো ছবি পেয়েছি যা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ভাবে খুব আলোড়ন সৃষ্টি করেছে এবং পেয়েছি বহু আন্তর্জাতিক পুরস্কার।

অতীত অভিজ্ঞতার কথা তুলে তিনি বলেন, বঙ্গবন্ধুকে তার নিজের ঘরোয়া অনুষ্ঠানে রং নিয়ে খেলার ছবি একমাত্র আমিই পেয়েছিলাম যা দেশ-বিদেশে অনেক সুনাম কুড়িয়েছিল। শুধু তাই না স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই বিখ্যাত নূর হোসেনের গণতন্ত্র মুক্তি পাক ছবি আমার তোলা। তিনি ছবি তোলার পূর্বে স্থান ও সময়ের দিকে গুরুত্ব দেয়ার আহবান জানান ফটো সাংবাদিকদের।

বিপিজেএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে অনেক ফটো সাংবাদিক আজ দেশ ও দেশের বাইরে সম্মানের সাথে কাজ করে চট্টগ্রামের ফটো সাংবাদিকদের নাম উজ্জ্বল করছেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print