t চট্টগ্রামে আলাদা বার্ন হাসপাতালের দাবিতে মানববন্ধন পালিত – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আলাদা বার্ন হাসপাতালের দাবিতে মানববন্ধন পালিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বন্দর নগরী চট্টগ্রামে বিশেষায়িত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন তরুণ প্রজন্ম নামের একটি সামাজিক সংগঠন।

আজ শুক্রবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংহতি সমাবেশে বক্তারা এ দাবি জানান।

এসময় বক্তারা দাবি করেন, গত দেড় দশকেও চট্টগ্রামে একটি বার্ন হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়নি। জায়গার অভাব, অর্থ সংকটসহ নানা অজুহাতে এ হাসপাতাল নির্মাণের কাজ বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অসংখ্য ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চট্টগ্রামের জনসংখ্যা বাড়ছে। সাম্প্রতিক সময়ে অগ্নি দুর্ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে। অগ্নিকাণ্ডের পর দগ্ধ রোগীদের চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে। ঢাকায় নেওয়ার পথে অনেকে মারা যান। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম এবং আশেপাশের সাধারণ মানুষের জন্য পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবি জানায় বক্তারা।

সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়কারী তরুণ সমাজকর্মী মো. মাহমদুর রহমান শাওনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও নাগরিক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নারী নেত্রী ও সুশাসন কর্মী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।

শামশুজ্জোহা আজাদ পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ হোসেন, ইফতেখার উদ্দীন জাবেদ, সংগঠক শাহ জামান, কাজী আরশাদুল আলম জীবন, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, মেঘলা’র সহ সভাপতি এস এম মিরাজ, মানবাধিকার কর্মী আহসান হাবীব, সংগঠক নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, কানিজ ফাতেমা, সেইফ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ আশরাফ উল্লাহ, আলো দেখাবোই নির্বাহী পরিচালক এম এইচ স্বপন, হেলথ বিডি’র সিইও খন্দকার মোহাম্মদ হালিম, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ জলিল, যোদ্ধার তানভীরুল হক, শিখর এর সদস্য রেজাউল করিম, জসিম উদ্দীন হায়দার, ফারুক হোসেন, সাংবাদিক জেসমিন জুই, ময়ূরাক্ষীর ইলিয়াস সুমন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print