
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফুল ইসলাম (৩৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জুন) দুপুরে চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরীফুল ইসলাম কক্সবাজারের কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, আজ দুপুরে একজন হাজতির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার কারাগারের বন্দি ছিল।