
জেলার মীরসরাইয়ের করেরহাট ফরেস্ট অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় বেপরোয়া গতির পাথর বোঝাই পিকআপ ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০) ও একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামেরবাসিন্দা ব্যাটা রিচালিত রিকশার চালক মো. ইউসুফ (২৮)।
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, পাথর বোঝাই একটি মিনি ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পরপর পালিয়ে গেছে।
এ ঘটনায় আহত খোরশেদ আলম ও নাজমুল হোসেনকে বারইয়ারহাট একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।