
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মো. মাসুদ রানা নামে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ, ও ৯ কেজি সিসা উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা তাকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে মাসুদ রানাকে আটকের পর তার ল্যাগেজ তল্লাশী করে এসব স্বর্ণ ও সিসা জব্দ বরা হয়েছে।
আটক যাত্রী সোহেল রানার বাড়ী জামালপুর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।তিনি বলেন, দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইট সকাল ৭টায় শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এসময় ওই ফ্লাইটের এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়।এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।