
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবার পাড় এলাকায় রাহাত আমিন রাব্বি (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
পূর্ববিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) রাতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পিছনে ডেবার পাড়ে কথা কাটাকাটির জেরে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। পরে আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রাহাত আমিন রাব্বির বাড়ি নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি সাহেবপাড়া এলাকায়।
স্থানীয়রা জানায়, পূর্ববিরোধ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে নগরীর ওয়ার্ড ট্রেড সেন্টারের পেছনে রাব্বির সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। পুলিশ জানায়, রাব্বির বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, রাত সাড়ে ১০টার দিকে রাব্বির ওপর হামলা হয়। তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে ফেলে রাখে হামলাকারীরা। তারা চলে যাবার স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।