
চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোঃ দিনার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে মোঃ তারেক (২০) ও তৌহিদ (২১) আরো দুইজেলে।
নিহত দিনার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছেলে।
শনিবার রাত সাড়ে ৩ টার দিকে বঙ্গোপসাগরের গণ্ডামার ও কুতুবদিয়া চ্যানেলের পশ্চিমে ইঞ্জিন চালিত নৌকায় এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার পরিদর্শক মোঃ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আনসার জানান, নিহত দিনার ও তার চাচাত ভাই রফিকের ছেলে তৌহিদ ও ইউসুফের ছেলে তারেককে সাথে নিয়ে সাগরে মাছ ধরতে যান। মাছধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে দিনারের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরো দু’জন। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।