t বোয়ালখালীতে স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার স্ত্রী – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার স্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বোয়ালখালীতে স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন তাসলিমা আক্তার (২৫) নামে এক নারী।

উপজেলার খিদিরপুর গ্রামে গত ২৯ জুন অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসব তথ্য জানিয়েছে।

আটক তাসলিমা আক্তার আরিফুল ইসলামের স্ত্রী এবং একই থানার উত্তর করলডেঙ্গা গ্রামের জালাল আহাম্মদের মেয়ে।

র‌্যাব জানায়, আরিফুল ইসলামকে বিয়ে করেছিলেন তসলিমা আক্তার। কিন্তু বিয়ের পর সম্পত্তি তার নামে লিখে না দেওয়ায় স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। স্বামীকে ফাঁসানোর পাঁয়তারা শুরু করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ইয়াবা কিনে ঘরে রেখে খবর দেন র‌্যাবকে।কিন্তু র‌্যাব বিষয়টি তদন্ত করে বুঝতে পেরে তসলিমাকেই ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

র‌্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মাদকদ্রব্য কেনাবেচার জন্য মজুত রাখার খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। পরে বিষয়টি সাজানো মনে হওয়ায় স্ত্রীকে আটক করেন তারা। তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রুমের মধ্য সিরামিকের মালামাল রাখার কার্টনের ভেতর থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসলিমা জানায়, অর্থ ও সম্পত্তির লোভে তিনি আরিফুলকে বিয়ে করেন। কিন্তু তার স্বামী তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বামীর প্রতি প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন।স্বামীকে ফাঁসাতে ইয়াবাগুলো তিনি নিজে কিনে ঘরে রেখে র‌্যাবকে খবর দিয়েছিলেন। তার স্বামী প্রথম স্ত্রীর তুলনায় তাকে খরচের টাকা কম দিতেন। এছাড়া চট্টগ্রাম শহরে থাকা একটি ফ্ল্যাট তার নামে লিখে দেওয়ার জন্য বললেও স্বামী তাতে অস্বীকৃতি জানান। এতে তিনি স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন।

তাসলিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print