
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানারধীন টোল রোডে প্রাইভেট কার ও লরির মুখোমুখি সংঘর্ষে সীতাকুণ্ড আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ সোমবার (২২ আগস্ট) দিকে টোল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ওয়ার্ডের ফকিরবাড়ি আব্দুর রবের ছেলে ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৪০) একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।

দুর্ঘটনায় আহত বাঁশবাাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু চৌধুরী (৬০) ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক মো. সবুজ বলেন, বিকেলে বন্দর টোল রোড় দিয়ে সীতাকুণ্ডে যাওয়ার সময় প্রাইভেটকারটি পাহাড়তলী সাগরিকা এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধারে করে চমেক হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।