
চট্টগ্রামের সাতকািনয়া উপেজলায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারি হাইওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পথচারী আব্দুল গফুর (৪৫) সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার মোজাফফর হোসেনের ছেলে।
দোহাজারি হাইওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হয়েছে। গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।