ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানববন্ধনে অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে সীতাকুণ্ডে ৬৩ ছিন্নমূল বাসিন্দা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধনে অংশ নিতে বেশ কয়েকটি বাস যোগে ঢাকায় যাওয়ার পথে দুটি বাস থামিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরে বাস থামিয়ে তাদের আটক করে সীতাকুণ্ড থানার পুলিশ।  জঙ্গল ছলিমপুরের পাহাড় থেকে উচ্ছেদের প্রতিবাদে আজ ঢাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে অন্তত ৩০০ ছিন্নমূল বাসিন্দা ঢাকায় গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ৬৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধীদের আদালতে প্রেরণ করা হবে। নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে জঙ্গল সলিমপুর থেকে ছিন্নমূল বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর এবং জঙ্গল ছলিমপুর এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় ৫ থেকে ৬শ লোকের বিরুদ্ধে ৭/৮টি মামলা করে পুলিশ।

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, ‘জঙ্গল সলিমপুর থেকে কিছু সন্ত্রাসী দুটি বাসে করে ঢাকা যাচ্ছে এমন খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে সর্বমোট ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাম্প্রতিক সময়ে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল বলে জানায়।’

জানাযায়, গত ৮ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী জঙ্গল সলিমপুরে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা। এসময় প্রশাসনের উপর তারা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে।

এর আগে, গত ৩০ আগস্ট জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। একইসঙ্গে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে আল্টিমেটাম দেয় জেলা প্রশাসন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print