
চট্টগ্রামে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে। চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনের মৃত্যুর খবর মিলেছে। তারা ৩জনই নারী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন দুইজন এবং আজ বৃহস্পতিবার সকালে বেসরকারী এভারকেয়ার হাসপাতালেও এক নারীর মৃত্যু হয়েছে। তিনজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা বলে জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গুতে আক্রান্ত ৩ নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানাগেছে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম বারের মত দুই দিনে তিন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন ৭০ বছর বয়সী, অন্যজন ৪০ বছর বয়সী এবং আজ বৃহস্পতিবার মারা যাওয়া নারীর বয়স ৫০ বছর।
সকালে এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া দিলআরা বেগম (৫০) নগরীর মোগলটুলির বাসিন্দা। তার আগে বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খুরশিদা বেগম (৭০) ও শিউলি রাণী (৪০)। তারা দুজনই নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে বর্তমানে ২৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়। এ ছাড়া সুস্থ্য হওয়া ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক তালিকায় বৃহস্পতিবার সকালে দিলআরা বেগম এক রোগীর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। একই দিনে আক্রান্ত হয়েছে নতুন করে ১২ জন।
চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। এরমধ্যে সেপ্টেম্বরে এ ২২ দিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। তার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম মহানগরেই আক্রান্ত হয়েছেন ২০০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯১ জন। এ বছরের মধ্যে এ দুই দিনেই মারা যান তিনজন।