t খবর অফিসে হামলা, সাংবাদিককে জিম্মি করে ২৬ লাখ টাকার চেক আদায়: ২ সন্ত্রাসী গ্রেফতার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খবর অফিসে হামলা, সাংবাদিককে জিম্মি করে ২৬ লাখ টাকার চেক আদায়: ২ সন্ত্রাসী গ্রেফতার

বায়ে কায়সার হামিদ, ডানে মৃদুল কান্তি শীল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গ্রেপ্তার দুই সন্ত্রাসী। বায়ে কায়সার হামিদ, ডানে মৃদুল কান্তি শীল।

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ রোডস্থ দৈনিক খবর অফিসে তিন সাংবাদিকের ওপর হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

সন্ত্রাসীরা খবরের বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য মোঃ আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতনসহ জিম্মি করে জোর পূর্বক ২৬ লাখ টাকার চেক আদায় করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় অফিসে থাকা আরও দুই সাংবাদিককে মারধর করেছে তারা। এ ঘটনায় পুলিশ কায়সার দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গত ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর সাংবাদিক শাওন বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করেন।

আজ ৭ নভেম্বর সোমবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে ২৬ লাখ টাকার দু’টি চেক উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-বহদ্দারহাট বারৈপাড়া এলাকার শফি চৌধুরীর পুত্র মোঃ কায়সার হামিদ (৩৫) ও সাতকানিয়া উপজেলার আমিলাইশ শীল পাড়ার জ্ঞানেন্দ্র শীলের পুত্র মৃদুল শীল (৪৮)।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছে।

মামলার বিবরণে জানাগেছে, সাংবাদিক শাওনের পিতা মরহুম সাংবাদিক মোঃ ওবায়দুর রহমানের সাথে একটি জায়গা সংক্রান্তে টাকা লেনদেনের বিষয়ে মৃদুল শীলের বিরোধ ছিল। বিরোধ মীমাংসার কথা বলে গত ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় মৃদুল শীল তার ভাড়া করা সন্ত্রাসী কায়সার হামিদ ও মোঃ রিফাতসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসীকে নিয়ে কাতালগঞ্জ রোডস্থ দৈনিক খবর, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসে যায়। এসময় সন্ত্রাসীরা সিইউজে ও প্রেস ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার ও স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন চৌধুরীকেও মারধর করে অফিস থেকে বের করে দিয়ে খবর’র বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতনসহ জিম্মি করে জোর পূর্বক ১৩ লাখ টাকার দু’টি চেকে মোট ২৬ লাখ টাকার চেক আদায় করে নিয়ে হুমকি দিয়ে চলে যায়। জোর পূর্বক চেক আদায়কালে সন্ত্রাসীরা মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন।

সাংবাদিক নেতৃবৃন্দকে বিষয়টি জানানোর পর তাদের সহযোগিতায় পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করেন সাংবাদিক শাওন। আজ ৭ নভেম্বর সোমবার সকালে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদারের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাদিকুর রহমানের নেতৃত্বে এস.আই সোহেল সঙ্গীয় ফোর্সদের নিয়ে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে মোট ২৬ লাখ টাকার দু’টি চেক উদ্ধারসহ এই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করলেও রিফাতসহ অন্যান্য সন্ত্রাসীরা এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য যে, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে এক নারীর দায়ের করা শ্লীলতাহানি ও ছিনতাই মামলা এবং ২০১৭ সালের ১৪ নভেম্বর তারিখে সিইউজে’র সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র চট্টগ্রাম ব্যুরো প্রধান পেশাজীবি নেতা সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ও সিইউজে নেতা সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিল সন্ত্রাসী কায়সার হামিদ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print