আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও জুলাই আন্দোলনের সময় গণহত্যাকে সমর্থন দেওয়া এক শিক্ষককে ধাওয়া দিয়ে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা ।
আটক শিক্ষকের নাম হাসান মুহাম্মদ রোমান শুভ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।
জানা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলছে। তিনি ছাত্রলীগকে সরাসরি সহায়তা দিতেন এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে দিকনির্দেশনা দিতেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
