বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে। আওয়ামী লীগের দলীয় স্লোগানের বাইরে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক স্লোগান দিতে থাকেন দলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চাঙ্গা আওয়ামী লীগ।
এসময় নেতাকর্মীরা লাঠি বাঁশ হাতে নিয়ে অবস্থান করতে দেখা যায়।
অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। তবে গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে দলের লাখো নেতাকর্মী অবস্থান করছেন। কিন্তু, পুরো নয়াপল্টন এলাকা এখনো পুলিশের নিয়ন্ত্রণে। তাই বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যেতে পারেননি।
সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। পুরো পল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর বিএনপি কার্যালয় আজও তালাবদ্ধ। কার্যালয় ও এর আশেপাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।