t ১৭ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৭ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দীর্ঘ প্রায় ১৭ বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের সামনের মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে জেলার অধীন সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনও সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যান্যরা।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জিমনেশিয়ামের ভেতরে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, বোয়াখালী, সাতকানিয়া লোহাগাড়া চন্দনাইশ উপজেলাসহ মোট আটটি উপজেলা ও সাতটি পৌরসভা নিয়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কমিটি।

সর্বশেষ ২০০৫ সালের ২৩ জুলাই সেই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদ এমপিকে সাধারণ সম্পাদক করা হয়।

দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান নিজ নিজ পদে আবার নির্বাচিত হতে পারেন। যদি তা না হয়, তাহলে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে পারে।

নেতারা জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে এবার ৭৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হবে। এতে ত্যাগী ও পরিচ্ছন্ন নেতারা কমিটিতে স্থান পাবেন। বর্তমান কমিটিতে যেসব শূন্যপদ রয়েছে, সেগুলো পূরণের পাশাপাশি যাঁরা দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছেন—এমন নেতারা বাদ পড়তে পারেন। তবে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে এবারের কমিটিতে।

জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫০০ কাউন্সিলর রয়েছেন। এ ছাড়া সম্মেলনের প্রথম পর্বের অনুষ্ঠানে ১০ হাজার ডেলিগেট অংশ নেবেন। এরই মধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print