চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণসভায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দু’পক্ষের হাতাহাতি ও চেয়ার মারামারি ঘটনা ঘটেছে। এতে করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মরহুম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় স্মরণসভা শুরু হয়।
সভা চলাকালে লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। একইসঙ্গে নগর যুবলীগ নেতা সরওয়ার মোর্শেদ কচির অনুসারী নেতাকর্মীরাও স্লোগান দেন।
স্লোগান দেওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, এটা একটা ছোট ঘটনা। তেমন বড় কিছু হয়নি। পরে সবাই স্মরণ সভায় ছিলেন।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহেদুল কবির বলেন, জিমনেশিয়াম মাঠে কোনও ধরণের ঘটনার অভিযোগ থানায় আসেনি। আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।