ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অপহৃত ছাত্রলীগ নেতাকে উদ্বারের দাবিতে রাঙামাটির তিন রুটে দুই দিনের হরতাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবীতে রাঙামাটির তিন রুটে দুই দিনের হরতালের ডাক দিয়েছেন বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি। আগামীকাল মঙ্গল ও বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বিকেল ৩টার দিকে বাঙালহালিয়া বাজারের যাত্রী ছাউনির সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল করতে থাকেন বিক্ষোভের নেতাকর্মীরা। পরে বাজারে খণ্ড খণ্ড মিছিল বের করে তাঁরা। এ সময় রাজস্থলী চন্দ্রঘোনা বাঙালহালিয়া রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ মিছিলে সচেতন নাগরিক কমিটির নেতারা ছাত্রলীগনেতা সালাউদ্দিন কে নিঃশর্তে মুক্তি দাবি করেন।

এ সময় সচেতন নাগরিক কমিটির সভাপতি এমদাদুল হক মিলন মঙ্গল ও বুধবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে বলেন, গত ৪ ডিসেম্বর রাজস্থলী উপজেলা ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি পাড়া নামক স্থান হতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিন অপহরণ হয়।

অপহরণের পর সালাউদ্দিনের পরিবার রাজস্থলী থানায় একটি নিখোঁজ ডাযেরী করেন। এ ধরনের অপহরণ গুম আর কতদিন চলবে? আমরা ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের নিঃশর্তে মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার বুধবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করছি। এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাবো। কোনো ভাবেই আমাদের দমন করা যাবে না। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, (জে এস এস) সন্তুুগ্রুপের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। পার্বত্য চট্রগ্রামে নিরহ মানুষের উপর জোর জুলম অত্যাচার চাঁদাবাজি হত্যা গুম তাদের প্রতিনিয়ত হয়ে দাঁড়িয়েছে।

সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে এ রাজস্থলী উপজেলা সহ তিন পার্বত্য চট্রগ্রাম অচল করে দেয়া হবে বলে সমাবেশে ঘোষনা দেওয়া। যতক্ষণ পর্যন্ত সালাউদ্দিন কে নিঃশর্তে মুক্তি দেবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। হরতালের বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অপহ্নত সালাউদ্দিন কে উদ্ধারের দাবিতে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি দুই দিন হরতালের ডাক দিয়েছেন। হরতাল যাতে শান্তি পূন্যভাবে পালন করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাতক প্রচেষ্টা থাকবে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print