
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের শিক্ষক প্রশিক্ষক মীর আবু সালেহ শামসুদ্দীন (শিশির) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৩১০ তম সিন্ডিকেট সভায় এটি অনুমোদন লাভ করে।
তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল ‘ বাংলাদেশের নৃগোষ্ঠী খুমী সম্প্রদায়ের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থাঃ একটি নৃতাত্ত্বিক অধ্যয়ন। গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামছুল আলম।
বহিঃপরীক্ষক ছিলেন প্রফেসর ড. এস. এম রাজী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. মোহাম্মদ সোহরাব হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, শিশির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ( সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’র ( ইউজিসি) বৃত্তি নিয়ে গবেষণা করেছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
প্রেস বিজ্ঞপ্তি