খাগড়াছড়ির মানিকছড়িতে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মৃত্যু হয়েছে মা ও মেয়ের। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গচ্ছাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
গচ্ছাবিলের শাহানগর এলাকার বাসিন্দা কুলছুমা বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮) বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে পড়ে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। নিহতদের সুরতহাল তৈরি করে আইনী কার্যক্রম শুরু করা হবে।