
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের আরও ১০ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় দায়ের করা পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), আকতার হোসেন (২৫), আবুল কালাম আজাদ (৪৫), লুৎফর রহমান (৪৬), তৌহিদুল ইসলাম (৪০), মো. বদরুদ্দোজা ভুট্টো (৪২), মুজ্জামিনুল হক মোজাম্মেল (৩০), জসিম উদ্দিন (৩৮) ও হারুনুর রশিদ (৫৫)।
এর আগে গত শনিবার (২৪ ডিসেম্বর) সকালে পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় গণমিছিল বের করলে পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে ৮ জন নেতাকর্মীকে আটক করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গত শনিবার সকালে মুরাদপুর রওশন বোডিং এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে, সেখান থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল রাতে আরো ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।