
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার লালথান বাজার আমিন সেন্টারের নির্মাণাধীন ১৪ তলা ভবনের ৪র্থ কলা থেকে নীচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. আরিফ (২০)।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ভোলা জেলার চরফেশন থানার আব্দুল্লাপুরের মো. আলীর পুত্র। সে ও আর নিজাম রোডের ভাড়া বাসায় থাকতো। সে ভবনটিতে অ্যালুমিনিয়ামের জানালার কাজ করছিল।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, লালখান বাজার আমিন সেন্টারে পাশে নির্মাণাধীন ১৪ তলা একটি ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় মো.আরিফ নামে এক শ্রমিক পড়ে যায়।
সেখান থেকে উদ্ধার করে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।