অবৈধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে নগরীর খুলশী মার্ট ও কামাল স্টোর নামে দুটি ডিপার্টমেন্টাল স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ (২৮ ডিসেম্বর) বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ জরিমানা করেন। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অবৈধ উপায়ে আমদানীকৃত এবং অননুমোদিত প্রশাধনী সামগ্রী বিক্রির দায়ে খুলশী মার্টে ৭০ টাকা, জিইসি মোড় সংলগ্ন কামাল স্টোরে ৩০ টাকা জরিমানা করা হয়৷ এছাড়া কোন ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রি করার অপরাধে মিনা বাজার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন “সকল প্রকার অবৈধ, ভেজাল প্রশাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাকি দেয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান আরো জোরদার হবে।”