
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও জেলার মীরসরাইয়ে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে পৃথক দুইটি সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ও সন্ধ্যায় দুটি দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-জেলার আনোয়ারার উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত ডা. পুলিন বিহারী নাথের ছেলে কাঞ্চন দেবনাথ (৪৬) ও ফেনী জেলার পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ আসাদুল্লাহ (১৭)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, বিকেল ৫টার দিকে বাকলিয়ায় নতুন ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাঞ্চন দেবনাথ নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অন্যজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানাগেছে, নিহত কাঞ্চন দেবনাথ পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি চাচাতো ভাইয়ের মৃত্যুর শেষকৃত অনুষ্ঠান শেষ করে নগরীতে ফিরছিলেন।
নিহতে বোন মিতালী দেবী জানান, গতকাল আমার চাচাতো ভাই মারা গেছে। আজ বিকালে ভাইয়ের শেষকৃত্য শেষে চকবাজারের বাসার উদ্দেশ্যে রওনা হয় কাঞ্চন। কিছুক্ষণ পর খবর পাই নতুন ব্রিজ এলাকায় এক্সিডেন্টে আমার ভাই মারা গেছে।
এদিকে আজ সন্ধ্যায় জেলার মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কালাপানি নামক স্থানে মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আসাদুল্লাহ (১৭) নিহত হয়েছে। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র বলে জানায় পুলিশ।