
যৌন হয়রানীর অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ ছাত্রী ও অভিভাবকদের হাতে শাররিকভাবে লাঞ্ছিত হয়েছেন। ঘটন করা হয়েছে দুটি পৃথক তদন্ত কমিটি।
রবিবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর চকবাজার কাপাসগোলা বালিকা বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। পরে বিকালেই অভিযুক্ত শিক্ষককে বদলী করা হয়েছে।
জানা গেছে, জানা যায়, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নাম উল্লেখ করে তার বহিষ্কার দাবি করে স্লোগান দিতে থাকেন। অনেকের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা গেছে। বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর প্রধান শিক্ষক আলাউদ্দীনকে তার অফিস কক্ষে গিয়ে জুতা নিক্ষেপ করে ছাত্রীরা। বেলা ১২টা পর্যন্ত তাকে অফিসের সামনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীরা জানায়, শিক্ষক আলাউদ্দীন বিভিন্ন সময় ছাত্রীদের হয়রানি করে থাকেন। অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ম্যাসেজও দিতেন। কিন্তু তার বিভিন্ন অসৎ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষককে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। তাকে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। খবর পেয়ে আমরা স্কুলে যাই। পরে মেয়র মহোদয়ের পক্ষ থেকে কাউন্সিলরকে স্কুলে পাঠানো হলে তাকে তৎক্ষণাত প্রত্যাহার করা হয়।
এদিকে শিক্ষককে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, শিক্ষকের রুমে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষকের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ছুড়ে মারছেন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাৎক্ষণিক প্রধান শিক্ষককে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ। মোহাম্মদ আলাউদ্দিনকে কাপাসগোলা থেকে নগরের দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়াকে।
রবিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদকে দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। এ ঘটনায় তিন সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে চসিক সূত্রে জানা গেছে।
এর আগে ২০১৩ সালের ১১ জুলাই ছবি সত্যায়িত করতে গেলে ওই প্রধান শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন এক ছাত্রী।