
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া’র সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার সিটিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিটিটিসির একটি দল রবিবার নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের আটক করে।
গ্রেপ্তারদের মধ্যে জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারীও রয়েছে।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
গত বছরের ১০ অক্টোবর থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো জেলায় লুকিয়ে থাকা চরমপন্থী ও অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে।