
ভারতের মেট্রো রেললাইনের একটি নির্মাণাধীন পিলার ধসে মা ও তার আড়াই বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই নারীর স্বামী এবং আরেক সন্তানও। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বেঙ্গালুরুর নাগাভারা এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন সকালে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন তেজস্বিনী নামে ওই নারী, তার স্বামী এবং যমজ সন্তান। তখন হঠাৎ রেলের একটি পিলার তাদের ওপর ভেঙে পড়ে। আহত চারজনকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মা ও ছেলের প্রাণ বাঁচানো যায়নি। হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন তার স্বামী ও মেয়ে।