
জেলার লোহাগাড়া উপজেলায় ঋণগ্রস্ত হয়ে এনামুল হক বাদশা (৫৫) নামের প্রবাস ফেরত এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পদুয়া ফরিয়াদেরকুল এলাকায় নিজ বাড়িতে বাড়ির সিলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
৩ সন্তানের জনক নিহত এনামুল হক বাদশা ওই এলাকার মোজাফ্ফর সওদাগরের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, নিহত বাদশা বিগত ৪ বছর পূর্বে প্রবাস থেকে দেশে আসেন। বাড়িতে এসে বিভিন্ন কারণে ঋণের বোঝা বাড়তে থাকে তার। সেই ঋণের কারণেই সে আত্মহত্যা করেছে।