
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে কোরবান আলী (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শীলকুপে আদর্শ গ্রামে (ইকোপার্ক সড়কে) এ হামলার ঘটনায় আরও ৩ জন আহত হয়।
মৃত কোরবান আলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া রঙ্গিয়াঘোনা এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
হামলাকারী জমির উদ্দিন কালুকে বাঁশখালী থানা পুলিশ শনিবার রাতে আটক করেছে বলে পুলিশ জানায়।
বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে চমেকে পাঠানো হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ছুরিকাঘাতে আহত কোরবান আলী রাতে চমেক হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনার মূল আসামি জমির উদ্দিনকে আটক করে শনিবার রাতে থানায় নিয়ে আসা হয়েছে।