
কক্সবাজার শহরে ব্যাডমিন্টন খেলাকে কেন্ত্র দুই পক্ষের ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছেন। মফিজুর রহমান নামে আরও একজন আহত হয়েছেন ।
সোমবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল (ঝিলংঝা ইউনিয়নের এক নং ওয়ার্ড লালপাড়া) এলাকায় এ ঘটনার ঘটে।
নিহত দুজন হলেন- মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সায়দুল হক (৩২)। তারা দুজন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শী নিহতদের স্বজন মনির উদ্দিন জানায়, রাতে জুনিয়র ও সিনিয়রদের মধ্যে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হলে জয়নাল ও কামাল নামে দুইজনের নেতৃত্বে ৪/৫ জন হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে কায়সার ও শহীদুলের উপর হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে দুজনকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, রাতে খেলা নিয়ে বিরোধের জেরে দুই যুবককে ছুরিকাঘাত করে মারা হয়েছে। ঘটনা শুনে পুলিশ সেখানে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
জানা গেছে নিহতদের মধ্যে সায়দুল স্থানীয়ভাবে দোকানদারী করতো। আর কায়সার গ্রীণ লাইন পরিবহণের স্টাফ ছিল।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
