
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনের পাশে একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট (রেসকিউ টিম) ঘটনাস্থলে গেছে।
আজ বুধবার (১৮ জানুয়ারী) সকালে স্টেশনে প্রবেশ পথের ডান যান পাশে খালের পাশে অবস্থিত জনৈক বাপ্পি আহমেদের মালিকানাধীন বানিজ্যিক ভাবে ভাড়া দেয়া ভবনটি ক্রমান্বয়ে হেলে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ভবনের বিভিন্ন কলায় ফাটলের সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ভবনের বিভিন্ন অফিস ও দোকানের মালামাল সরিয়ে নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, ওই ভবনে বিভিন্ন তলায় ৬টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। আজ বুধবার সকালে মুদির দোকানদার বিষয়টি খেয়াল করে। পরে মালিককে বিষয়টা জানানো হলে তিনি ভবনে অবস্থানরত সবাইকে নিচে নামিয়ে আনেন।
বিল্ডিং মালিক বাপ্পি আহমেদ জানান, আমরা ভবনের ভাড়াটিয়াদেরকে নামিয়ে আনছি। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম কন্ট্রোল রুম কর্মকর্তা ফজলুল কাদের বলেন, ষোলশহরে একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে আমাদের বায়োজিদ স্টেশন থেকে রেসকিউ টিম রওনা হয়েছে।