
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার একটি স্কুলে গোপন সভা করার সময় শিবির কর্মী সন্দেহে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে ১২জনকে আটক করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, মোহাম্মদপুরে এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইডেন স্কুল এন্ড কলেজে একটি কক্ষে শিবির কর্মীরা গোপন বৈঠককালে অভিযান চালায়ে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।