জেলার মিরসরাইয়ে ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল কেন্দ্র করে যুবলীগ ও শিবিরের মধ্যে মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছে। আহত দুইজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিন পরিষদ এলাকায় এঘটনা ঘটে।
আহত দুইহন হলেন-শিবিরের কর্মী আসিবুল হাসান সৈকত ও যু্বলীগ কর্মী আনিছুর রহমান।
শিবিরের দাবি আসিবুল হাসান সৈকত পথচারী সাধারণ ছাত্র। সৈকতকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর জোরারগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছে। সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় জখম রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ছাত্র শিবির কর্মীরা ঠাকুরদীঘি ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে শিবিরের নেতাকর্মীরা চলে যায়। ছাত্রলীগ যুবলীগ কর্মীরা একজনকে আটক করে মারধর করছে খবর পেয়ে শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় আঘাত প্রাপ্ত হয় সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক তাওসিফ মারুফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্র ও মুসলিম জাতিসত্ত্বার চেতনাবিরোধী বিকৃত ইতিহাস ও ভিনদেশি অপসংস্কৃতিতে পরিপূর্ণ শিক্ষাক্রম বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর। শান্তিপূর্ণ মিছিল পরবর্তী পথচারী সাধারণ ছাত্র আসিবুল হাসান সৈকতকে যুবলীগের কতিপয় ১০/১৫ জন সন্ত্রাসী বেধড়ক মারতে, মারতে, জখম করে, পরবর্তী পুলিশ এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানা নিয়ে যায়। বিনা কারণে ১ জন নিরীহ সাধারন ছাত্রকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখা।
এদিকে সাবেক দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানের উপর শিবিরের অতর্কিত হামলার প্রতিবাদে বিকালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন যুবলীগ।
মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ভূঁইয়া জানান, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাতের উপর নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাত শিবিরের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গী সংগঠন এর হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রসাশনের নিকট জোর দাবি জানাচ্ছি।
জোরারগঞ্জ থানার দায়িত্বরত ডিউটি অফিসার এস আই জসিম জানান, একজনকে অটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।