
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত পৌণে ৮টার উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সি বাড়ির মৃত রশিদ আহমদের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, গাছবাড়িয়া পক্ষিমার্কা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি শ্যামলী (ঢাকা মেট্টো-ব ১৪-০৯৮৫) বাস জাকিরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চন্দনাইশ থানা পুলিশ গাড়িটি জব্দ করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী বাসের ধাক্কায় জাকির হোসেন নামে এক বৃদ্ধকে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে হাইওয়ে থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।