
নেত্রকোনা থেকে শিক্ষা সফরে কক্সবাজার যাবার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনায় পতিত হয়ে বাসের ২৬ জন শিক্ষক শিক্ষার্থি আহত হয়েছেন।
আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলো।
আহতদের কয়েকজন হলেন, নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), শিক্ষার্থি মামুন (২৫), সজিব (২১), আনিসুর রহমান (৩৫), মো. রাজু (২৪), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামীম (২৪), আনোয়ার (২৫), মোবারক (৪০), পিলু (২৫), শম্পা (২৫), আবু কাউছার (২৫), রাসেল (২৪), রানা (২৫), রনি (২৩), হাসান (২৫), সিরাজ (২৬), হৃদয় (২৪), সজিব (২৫), জাকির (২৪) তানভীর (২০) ও আনোয়ার (২৫)।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার আব্দুর রহমান বলেন, নেত্রকোনা সরকারি কলেজের সৌখিন পরিবহন নামে একটি পিকনিক বাসের সঙ্গে লবণবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি থানায় জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।
এর আগে গতকাল রাতে একই উপজেলার আধুনগর এলাকার গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন যাত্রীআহত হয়।