
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার বিমান বন্দরের কাছে ব্যবসায়ীক বিরোধের জেরে মো. রফিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরের কাছে বাটার ফ্লাই পার্ক এলাকায় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর রাত ১০টার দিকে মারায় যায়।
নিহত মো. রফিক নগরীর দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়ার নাগর আলীর বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে নিহতের ভাই নুরুল আবছারের সঙ্গে স্থানীয় গাভি ইলিয়াছের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইলিয়াসসহ তার লোকজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী বাহাদুর বলেন, আমি এবং রফিক ভাই প্রজাপতি পার্কের সামনে গেলে গাভী ইলিয়াসের ভাই রুস্তম সহ কয়েকজন মিলে আমাকে ও রফিক ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। তারা রফিক ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আর আমি চিৎকার করলে এলাকার লোকজন বেরিয়ে আসে। তারপর চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিক ভাইকে মৃত ঘোষণা করে। ভাইকে বাঁচাতে পারলাম না, ভাইতো চলে গেল?
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জাহেদ মো. নাজমুন নুর আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, হত্যার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে আমাদের পুলিশ এর তিনটি স্পেশাল টিম হত্যারকারীদের ধরার জন্য অভিযান পরিচালনা করছে।