
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ মনোনীত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ সভাপতিসহ ১৩টি পদে এবং সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক ৪টি পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের এ ফলাফল ঘোষণা করেন।
জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাসেম আলী, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ-সাধারণ (কোষাধক্ষ্য) পদে অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং নবীন আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট এম.এম. ইমরুল শরীফ নির্বাচিত হয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক-১, অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী এবং নবীন আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মীর কায়েস উদ্দিন নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। ১৭টি পদে পৃথক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ প্রার্থী জানিয়েছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ বাকের।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, ৮৫৪ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত চকরিয়া ও কক্সবাজার দুটি পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে চকরিয়া কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৮ এবং কক্সবাজার কেন্দ্রে ৭৫৪ জন।