
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় চাচা ও চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তিন ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম সানী, তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি ও আরেক ভাই রফিকুল ইসলাম কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। হামলায় প্রথমে রফিকুল ইসলাম আহত হন।
নিহতের আত্মীয় নাঈম জানান, রবিবার দুপুরে বাড়ির সামনে একটি ড্রেনের সংস্কার কাজ নিয়ে আসলাম ও তার ভাইদের সঙ্গে তার চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ কয়েকজন মিলে আসলাম ও তার ভাইদের মারধর করলে গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে আসলাম ও তার ছোট ভাই রফিকুল মারা যান।
রফিকুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রবিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় বলে জানান ওসি।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসানউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।