
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় ২০ মণ জাটকাসহ ১৮ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১ মার্চ) দুপুরে ২টার দিকে পতেঙ্গার নৌবাহিনীর বেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট প্রতীক দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা নৌবাহিনীর বেজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। ওই সময় জাটকা শিকারে জড়িত থাকার দায়ে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জিজ্ঞাসাবাদে তাঁরা ভোলার বাসিন্দা বলে জানায়। এসময় জাটকা শিকারে জড়িত থাকার দায়ে ১৭ জন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।