t কক্সবাজার সমুদ্র উপকূলে ভাসতে থাকা মৃত তিমিটি আটকা পড়ল বালুচরে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজার সমুদ্র উপকূলে ভাসতে থাকা মৃত তিমিটি আটকা পড়ল বালুচরে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজার সমুদ্র উপকূলে ভাসতে থাকা বিশালাকার মৃত তিমিটি অবশেষে প্রায় ১০ ঘন্টা পর বালুচরে আটকা পড়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সায়মন বিচে এই মৃত তিমিটি আটকা পড়ে।

১৯ এপ্রিল ভোরে তিমিটি সৈকতের বালির নিচে পুঁতে ফেলা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতের কাছে সমুদ্রের পানিতে ভাসতে দেখা গেছে বিশালাকৃতির একটি মৃত তিমি। দুপুরে শরীরে রশি বেঁধে তিমিটিকে উপকূলে তুলে আনার চেষ্টা করে ব্যর্থ হন সৈকতের স্বেচ্ছাসেবীরা।

বিকাল চারটার দিকে ভাটা শুরু হলে তিমিটি গভীর সাগরের দিকে ভেসে যেতে থাকে। পরে কলাতলী সায়মন বিচে এসে আটকা পড়ে তিমিটি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি জানান, প্রায় ১০ ঘন্টা সাগরে ভাসার পর এটি কূলে এসে বালুচরে আটকা পড়ে। এটি অর্ধগলিত অবস্থায় ছিল।

তিনি আরও বলেন যে মনে হয় তিমিটির ২০-২৫ দিন আগে মৃত্যু হয়েছে। এটিকে হত্যা করা হয়েছে বলেও মনে হয়ছে। কারণ, এর শরীরের জাল মোড়ানোসহ বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ১০-১২ জন স্বেচ্ছাসেবী দ্রুতগতির কয়েকটি নৌযান (স্পিডবোট) নিয়ে মৃত তিমিটির কাছে যান। এরপর তারা রশি দিয়ে তিমিটি নৌযানের সঙ্গে বেঁধে কূলে টেনে আনার চেষ্টা করেন। বিশালাকৃতির হওয়ার কারণে তিমিটি ঘটনাস্থল থেকে নড়ানো সম্ভব হয়নি।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, তিমিটির গায়ে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। এটিকে মেরে শরীরের মৃল্যবান অংশ নিয়ে পাচার হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য ময়নাতদন্তের প্রয়োজন ছিল।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ভেসে আসা মৃত তিমি ব্রাইডস জাতের। এর বৈজ্ঞানিক নাম বেলিনিওপেট্রা ইডিনি।

তিনি আরও বলেন, ইতোপূর্বে ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল দুইটি তিমি হিমছড়ির ঠিক একই পয়েন্টে ভেসে এসেছিল। যে দুটি তিমি গত বছর ভেসে এসেছিল সেগুলোও বেলিনিওপেট্রা ইডিনি প্রজাতির তিমি ছিল বলে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হয়েছিলাম।

বেলাল হায়দার বলেন, ভেসে আসা তিমির শরীরে জালের বিশাল রশি পেঁচিয়ে ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরতর আঘাত প্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে তিমিটি মারা গেছে। সমুদ্র শব্দ দূষণের কারণে পরস্পর যোগাযোগ বিছিন্ন হয়ে দিকভ্রান্ত হয়েও উপকূলের অগভীর জলে এসে আটকা পড়ে মারা যায় তিনি। কখনও সঙ্গীর মৃত্যু হলেও এদেরকে সৈকতের অগভীর জলে আত্মহুতি দিতেও দেখা যায়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print