
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.আলাউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার সময় উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ওই গ্রামের জামাল উল্লাহ মেম্বার বাড়ির মো আনিসুল হকে (ভোলন ) এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী। তিনি জানান, সন্ধ্যায় গ্রামে একটি মুরগী ফার্মে কাজ করার সময় অসাবধানবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি ওই মুরগী ফার্মে মাসিক বেতনে কর্মরত ছিলেন বলে জানা যায়।